ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মহানন্দা নদীতে রাবারড্যাম: ব্যয় বাড়ল ৬৪ কোটি টাকা

মহানন্দা নদীতে রাবারড্যাম: ব্যয় বাড়ল ৬৪ কোটি টাকা

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এক মহিলাকে ডুবে গেছে রাবারড্যাম নির্মাণাধীন এলাকা সমকাল

এ কে এস রোকন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবারড্যামের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১৮২ কোটি টাকা ব্যয়ে দুই বছর ধরে চলমান প্রকল্পটির কাজ গত জুনে শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি একনেকে আরও ৬৪ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। এতে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ কোটি টাকায়।  

তবে ৯০ ভাগ কাজ শেষ দাবি করে পাউবো বলছে, জমি নিয়ে জটিলতা ও মহানন্দা নদীতে পানি বেড়ে যাওয়ায় ঠিকাদাররা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন। এ ছাড়া গত দুই বছরে নির্মাণসামগ্রীর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে প্রকল্প ব্যয় বাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন ও রাবারড্যামের অর্থ বাড়িয়ে তিন মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তারা। 

২০২১ সালের নভেম্বর মাসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন রেহাই চর এলাকায় রাবারড্যামের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় রেহাইচরে ৫০০ মিটার ভাটিতে ৩৫৩ মিটার দৈর্ঘ্যের রাবারড্যাম, ভূমি অধিগ্রহণ ও নদী খননের জন্য চুক্তিমূল্য ধরা হয়েছিল ১৫৫ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ১৯৫ টাকা। প্রকল্পের শুরুতেই ১ হেক্টর জমি অধিগ্রহণে জন্য সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে ৩ দশমিক ৫১ হেক্টর অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জমি অধিগ্রহণের কারণে প্রকল্পটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে প্রকল্প ব্যয় সংশোধন করে মোট ব্যয় ধরা হয় ১৮২ কোটি টাকা। বর্তমানে একনেকে আরও ৬৪ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। এতে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ কোটি টাকায়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল কাঠামোর ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন পাম্প হাউস ও রাবার বসানো বাকি। রাবারটি চীন থেকে আমদানি করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীসংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলাসহ রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার নদীর তীরবর্তী এলাকায় পানি প্রাপ্যতা নিশ্চিত হবে। আট হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। বাড়বে মাছের উৎপাদন। ফলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনৈতিতে সমৃদ্ধির গতি ত্বরান্বিত হবে।

কথা হলে সদর আসনের সংসদ সদস্য আ. ওদুদ বিশ্বাস জানান, একনেকে নতুন করে বরাদ্দ বাড়নো হয়েছে। আগামী বছরের প্রথম দিকেই প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, চলতি বছরের জানুয়াারি মাসে সংশোধিত প্রকল্প প্রস্তাব বা টিপিপি পাঠানো হয় সংশ্লিষ্ট দপ্তরে। ২৯ আগস্ট একনেক সভায় প্রকল্পটি ও অনুমোদন হয়। সংশোধিত প্রকল্পে ব্যয় বাড়িয়ে ৬৪ কোটি টাকা করা হয়েছে। তিন মাসের মধ্যে জমি অধিগ্রহণ করা হবে। নদীর পানি কমে গেলে ড্যামের কাজ দ্রুত শেষ করা হবে।

২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে এর সম্ভাব্যতা সমীক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয় ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংকে (আইডব্লিউএম)। আড়াই বছর সমীক্ষা শেষে ১৮৭ কোটি টাকা ব্যয় ধরে চূড়ান্ত নকশা প্রনয়ণ করে আইডব্লিউএম। এর পর প্রকল্পটির ১৫৭ কোটি টাকা ব্যয় ধরে একনেকে পাস হয়। শুরু হয় রাবারড্যাম নির্মাণকাজ।

এদিকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে কাজের গতি ধীর বলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অভিযোগ রয়েছে। তারা জানান, এ প্রকল্পটি জেলার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রকল্প হওয়ার পরও যথাসময়ে বাস্তবায়ন হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্তত পাঁচবার প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজে তাগাদা দিয়েছেন।

আরও পড়ুন

×