ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুকে ‘কটূক্তি’

লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৩ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় লালমনিরহাটে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দেওয়া হয়েছে। জেলা জজ আদালতের আইনজীবী ও লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক রাকিবুল হাসান খান গত বৃহস্পতিবার রাতে সদর থানায় এই অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৩০ আগস্ট শহরের জেলা বিএনপি অফিসের সামনে এক বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি দুলু। এরপর ৬ সেপ্টেম্বর সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলন বাজারে জনসভায় তিনি বলেন, ‘শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার থেকে হাজার গুণ বেশি চেনে ড. মুহাম্মদ ইউনূসকে’। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যাতে বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দুলু এর আগেও একাধিকবার বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দিয়েছেন। অভিযোগপত্রে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ একাধিক আইনজীবীকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সদর থানার ওসি ওমর ফারুক বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×