ফোন করলেই মিলবে হিরো আলমের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

হিরো আলমের হাতে অ্যাম্বুলেন্সের চাবি দেওয়া হচ্ছে। ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৯ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৯
বগুড়া জেলাজুড়ে ফোন করলেই মিলবে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। শনিবার বিকেলে সদর উপজেলার এরুলিয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি নিজেই এ সেবা উদ্বোধন। উপহার হিসেবে পাওয়া একটি মাইক্রোবাস অ্যাম্বুলেন্সে রূপান্তর করতে শহরের বকশীবাজারের ‘ডিবিআর অটোমেটিভ কমপ্লিট অটো সেন্টার’ নামের ওয়ার্কশপে দেওয়া হয়েছিল। সংস্কারকাজ শেষে হিরো আলমের হাতে গাড়িটির চাবি হস্তান্তর করেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিজানুর রহমান। এ ছাড়া বিশেষ এই অ্যাম্বুলেন্স জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এর সঙ্গেও যুক্ত থাকবে।
ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন শেষে হিরো আলম বলেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আমার নেই। এমপি বা মন্ত্রী হওয়ার বাইরে আমার কোনো শখও নেই। আমি রাষ্ট্রপতি হবো বলে যারা প্রচার করছে, তারা গুজব ছড়াচ্ছে। আমি আর স্বতন্ত্র নির্বাচন করব না। এবার কোনো একটি দলের হয়ে ভোটে দাঁড়াব। তবে কোন দল তা প্রকাশ করছি না। আর নির্বাচনসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুরু করতে দেরি হয়েছে। অবশেষে এ কার্যক্রম শুরু হলো। এটি বগুড়া সদর, কাহালু, নন্দীগ্রামসহ জেলার সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আরও দুটি অ্যাম্বুলেন্স পাওয়ার কথা আছে। সেটিও জনগণের সেবায় বিলিয়ে দেব।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের গাড়িটি হিরো আলমকে উপহার হিসেবে দেন হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের শিক্ষক মুখলিছুর রহমান। গাড়ি পাওয়ার পরপরই সেটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরের ঘোষণা দেন হিরো আলম।
- বিষয় :
- বগুড়া
- হিরো আলম
- অ্যাম্বুলেন্স