ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আদালতের নিষেধাজ্ঞায় রক্ষা পাচ্ছে পাহাড়

আদালতের নিষেধাজ্ঞায় রক্ষা পাচ্ছে পাহাড়

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

 উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ৫টি বন বিটের সংরক্ষিত বনাঞ্চল দখল, পাহাড় থেকে বালু উত্তোলন ও বৃক্ষ নিধন ঠেকাতে বন বিভাগ কঠোর অবস্থান নিয়েছে। এতে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় রক্ষা পাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

 জানা গেছে, একশ্রেণির বনকর্মীর সহায়তায় বন উজাড় ও দখলজনিত কারণে বনের পরিধি ছোট হয়ে আসছিল। এরই মধ্যে বনদস্যুরা ড্রেজার বসিয়ে সংরক্ষিত বন এলাকা থেকে বালু তোলা শুরু করে। বিষয়টি নিয়ে বেলা উচ্চ আদালতে রিট করলে বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরও বালু তোলা ঠেকানো বন বিভাগ ও প্রশাসনের পক্ষে দুরূহ হয়ে পড়ে। তবে ইতোমধ্যে এ রেঞ্জের ডুলাহাজারা, রিংভং ও কাকারা বন বিট এলাকায় ৫০টিরও বেশি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ডুলাহাজারা বন বিটের রংমহল, পাগলির বিল, রিংভং বন বিটের পাহাড় থেকে বালু উত্তোলন বন্ধ করে বালু পাচার এলাকায় উচ্চ আদালতে নির্দেশনাসংবলিত সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।

ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানিয়েছেন, মালুমঘাট বাজার এলাকায় একটি সিন্ডিকেট বহুতল ভবনের কাজ বন্ধ করে দিয়েছে। ওই সিন্ডিকেটের সদস্যরা মালুমঘাট বাজার এলাকার বনভূমিতে নির্মাণাধীন ভবনটির জন্য তদবির চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ২০টি ট্রাক ও দুটি এক্সক্যাভেটর আটক করেছেন বলে জানিয়েছেন তিনি।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, উচিতারবিলের পাহাড় নিধন করে ব্যাপক বালু লুট হলেও বর্তমানে বন বিভাগের তৎপরতায় তা পুরোপুরি বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×