ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাঁজা সেবন করায় ৬ জনের জেল-জরিমানা

গাঁজা সেবন করায় ৬ জনের জেল-জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৭

কূড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবনের অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম এ সাজা দেন।

এর আগে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের চোত্তাবাড়ী এলাকায় অভিযান চালান। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ওই ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের বাবলু মিয়া ও তার ছেলে রুবেল মিয়া, ফারুক মিয়া, মিন্টু মিয়া, রফিকুল ইসলাম এবং কুটিচন্দ্রখানা গ্রামের শাহাজাহান আলীকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড এবং জরিমানা করেন।

আরও পড়ুন

×