সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে স্ত্রী ও কন্যা

প্রতীকী ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৯:১৬
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন স্ত্রী ও কন্যা। দগ্ধ মা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের একরামুল কাদিরের মেয়ে ফাতেমা সুলতানা (২৯) ও তার মেয়ে শিশু জাকিয়া সুলতানা (২)।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ফাতেমা জানান, ছয় বছর আগে নড়াইল জেলার শাহাজান মোল্যার সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে স্বামী তাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করত। তার স্বামী মাদকাসক্ত হওয়ায় এক বছর আগে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর থেকে ফাতেমা বাবার বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো সোমবার তিনি বাবার বাড়িতে রাতে খেয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে শাহাজান মোল্যা বাড়ির জানালার কাছে এসে তাকে ডাকে। জানালা খোলার সঙ্গে সঙ্গে সে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। অ্যাসিড ছোড়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীর ও তার পাশে থাকা দুই বছরের মেয়ে ঝলসে যায়।
আশাশুনি থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শাহাজান মোল্যাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ জানান, শিশুটির থেকে তার মায়ের অবস্থা বেশি খারাপ। তার মুখ, চোখ ও বুক থেকে পেটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, ফাতেমার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে।
- বিষয় :
- সাতক্ষীরা
- অ্যাসিড নিক্ষেপ
- আশাশুনি