আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার দু’জন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
মনিরামপুরে রহিমা খাতুন নামে এক বিধবার আত্মহত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় মাতবরদের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ওই নারী।
শনিবার ভোর রাতে উপজেলার পোড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই মামলা করলে রাতেই পুলিশ বরুণ দত্ত ও ইছাহাক ফকির নামে দু’জনকে গ্রেপ্তার করে।
সাবেক ইউপি সদস্য প্রভাষ ঘোষসহ এলাকাবাসী জানায়, গৃহবধূ রহিমার স্বামী এহছানুল ফকির পল্লী বিদ্যুতের লাইনম্যানের চাকরি করতেন। বছর পাঁচেক আগে তিনি মারা যান। বর্তমানে ১২ বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে বিধবা রহিমা বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, রহিমাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ও ব্যবসায়ী বরুণ দত্ত। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির শিকার হন রহিমা।
তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, কথিত মাতব্বর আকতার হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
- বিষয় :
- যশোর
- মনিরামপুর
- আত্মহত্যায় প্ররোচনা