ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, নিহত ১

শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, নিহত ১

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:২৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:০৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার সোহাদিয়া নলজোড়া ব্রিজের কাছে গার্মেন্টসকর্মীদের নিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক নিহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাছিম। 

নিহত মফিজুলের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া পশ্চিম পাড়ায় গ্রামে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাছিম বলেন, 'আজ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক নলজোড়া সেতুর কাছে গার্মেন্টসকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক মফিজুল ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন

×