বাকৃবিতে ট্রেন থামিয়ে রেললাইন অবরোধ, বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্ণাঙ্গ রেলস্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন প্ল্যাটফর্মে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি প্রায় পাঁচ মিনিট আটকে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালে সংগঠনটির নেতারা বলেন, প্রায় তিন যুগ পর বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চালুর কাজ শুরু হয়। তবে বরাদ্দ সংকটের কারণ দেখিয়ে দুই মাসের বেশি সময় কাজ বন্ধ রাখা হয়েছে। প্রশাসন বহুবার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত রেলস্টেশনের নির্মাণকাজ চালু হয়নি। এ কারণে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এরপরও নির্মাণকাজ চালু না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফাহানা তাহি তিজা। তিনি বলেন, ‘ঠিকাদারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর কাজ শুরু করবেন তারা। শিক্ষার্থীদের সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে।’
ঘটনাস্থলে কথা হয় ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামালের সঙ্গে। তাঁর ভাষ্য, বিষয়টি পুলিশের বিশেষ শাখায় জানানো হয়েছে। শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করা হবে।
একই দাবিতে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে মানববন্ধন করে বাকৃবির ছাত্র ইউনিয়ন সংসদ। সে সময় পরবর্তী সাত দিনের মধ্য কাজ শুরুর আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।