সমকালের চকরিয়া প্রতিনিধি মাহমুদের মায়ের ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫২
দৈনিক সমকালের কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রতিনিধি এম আর মাহমুদের মা নুর নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে গতকাল বুধবার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দুই ছেলে, ছয় মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন নুর নাহার। বাদ আসর উপজেলার দক্ষিণ কাকারা গ্রামে স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সমকাল পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
- বিষয় :
- দৈনিক সমকাল
- কক্সবাজার
- এম আর মাহমুদে