ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উপজেলা আ.লীগের সভাপতি অনুপ্রবেশকারী, অভিযোগ যুবলীগের

উপজেলা আ.লীগের সভাপতি অনুপ্রবেশকারী, অভিযোগ যুবলীগের

পিরোজপুর ও নাজিরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২০

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বলে অভিযোগ করেছে উপজেলা যুবলীগ।

বুধবার উপজেলা সদরে উপজেলা যুবলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী।

মোশারেফ গণমাধ্যমে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য এবং বিএনপি-জামায়াত জোটের পক্ষে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এম খোকন কাজী বলেন, মোশারেফ জেনারেল এরশাদের শাসনামলে নাজিরপুর  উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। এরপর আওয়ামী লীগে অনুপ্রবেশ করে পদ বাগিয়ে নিতে সক্ষম হয়েছেন। তিনি আওয়ামী লীগের পদে অধিষ্ঠিত থেকে কার্যত বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডকে সমর্থন করে চলেছেন। যার বহিঃপ্রকাশ ঘটেছে একটি দৈনিকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে।

সংবাদ সম্মেলনে যুবলীগের সভাপতি বলেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটির নেতারা নাজিরপুর শহরের কালিগঙ্গা সেতুর কাছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে স্লোগান দেয়। পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদারের নেতৃত্বে কিছু যুবদল কর্মী এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর ওপর আক্রমণ চালায়। এতে ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী আহত হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, কৃষক লীগসহ এবং বিভিন্ন সহযোগী সংগঠন এর প্রতিবাদ করেন। কিন্তু পরের দিন এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে মোশারেফ বিএনপি-জামায়াত জোটের পক্ষ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বিপক্ষে মিথ্যা ও মনগড়া বক্তব্য দেন। যা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মোশারেফ জাতীয় পার্টির সররকারের আমলে উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক থাকাকালে পুলিশের সহায়তায় স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হয়রানি করেছেন। গত বিএনপি জোট সরকারের আমলে বিএনপি-জামায়াতের কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বলেন, তিনি সংগঠনের বিরুদ্ধে কোন বক্তব্য দেননি।

আরও পড়ুন

×