গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি-সমকাল
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৩২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৩৩
গাজীপুরে একটি কাভার্ডভ্যান ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মহানগরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পূবাইল থানার কলেজ গেট ও রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছয়জন রাজমিস্ত্রিকে নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এসময় কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও এক জন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার এসআই রাসেদুর রহমান সমকালকে জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
- বিষয় :
- কাভার্ডভ্যান
- অটোরিকশা
- সড়ক দুর্ঘটনা
- নিহত