দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার: জি এম কাদের

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের। ছবি-সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩১
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম, সে সময় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার সর্বাত্মক চেষ্টা হয়েছে। পণ্যের দাম যখন বেড়েছে, জনগণ জানত। যখন কমেছে বা কমা উচিত ছিল তখনও তা জনগণ জেনেছে। তখন সরকারের প্রতি মানুষের আস্থা ছিল। এখন নানা অজুহাতে পণ্যের দাম একেবারেই নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শুক্রবার দুপুরে রংপুর নগরীর দর্শনার পল্লীনিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রংপুর ও লালমনিরহাটে দু’দিনের সফরে শুক্রবার রংপুরে আসেন জাপা চেয়ারম্যান।
জি এম কাদের বলেন, ‘সিন্ডিকেট সরকারকে কোনো পাত্তাই দিচ্ছে না। সরকার সঠিকভাবে কিছু করছে, এমন কোনো প্রমাণ আমরা বাস্তবে পাই না। এ কারণে দ্রব্যমূল্য সরকার যাই বেঁধে দিক, বাজারে বেশি দরে বিক্রি হচ্ছে। তা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ জনগণের চোখে পড়ছে না। দ্রব্যমূল্যের চাপে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত চিন্তা করছি ৩০০ আসনে নির্বাচন করব। ভবিষ্যতে কী হবে তা অবস্থা বুঝে ব্যবস্থা হবে। রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল, অনিশ্চিত ও অস্বচ্ছ। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সেটাই আমরা জানি না। নির্বাচন সঠিক পথে, সঠিক সময়ে হবে কিনা– তা নিয়েও জনগণের মধ্যে সন্দেহ, আশঙ্কা আছে।’
এ সময় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি, অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এমপি, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল এমপি, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য আলাউদ্দিন ভিপি, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।