ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাটোর-৪ আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী সিদ্দিক

নাটোর-৪ আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী সিদ্দিক

সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৯ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪২

নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আগামী ১১ অক্টোবর অনুষ্ঠেয় এ উপনির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি। 

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের নাটোর-৪ আসনের উপনির্বাচনে সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলীয় প্রার্থী করার তথ্য জানান। 

এর আগে নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মোট ১৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছিলেন। 

নাটোর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস গত ৩০ আগস্ট মারা গেলে আসনটি শূন্য হয়।

আরও পড়ুন

×