ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শেখ হাসিনার ট্রেনবহরে হামলা

রাজশাহী কারাগারে বন্দি বিএনপি নেতার মৃত্যু

রাজশাহী কারাগারে বন্দি বিএনপি নেতার মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৫

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা ও পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৬৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

জেলার নিজামুদ্দিন জানান, ২০১৯ সাল থেকে কারাগারে থাকা আবুল কালাম বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবুল কালাম আজাদের ছেলে কমল জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার পাকশীর যুক্তিতলা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে রেল থানায় মামলা হয়। ২০১৯ সালে ওই মামলার রায়ে ২৫ জনকে যাবজ্জীবন, ১৩ জনকে দশ বছর কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আবুল কালাম আজাদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

আরও পড়ুন

×