৯ দিন ভুগে মারা গেলেন দগ্ধ কহিনূর

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০০:৪৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০০:৪৫
পুলিশ বলছে, ৯ দিন আগে গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও নিহতের পরিবার গতকাল বিষয়টি পুলিশকে জানায়। এ ঘটনায় হয়নি কোনো মামলাও। অভিযুক্ত আমজাদ পলাতক।
কহিনূর দুর্গাপুর উপজেলায় গণকৌড় ইউনিয়নের বড়ইল গ্রামের মৃত আবদুল আজিজ মণ্ডলের মেয়ে। আমজাদ পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের সামসুল রহমানের ছেলে।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, মাদকাসক্ত আমজাদ স্ত্রী-সন্তানদের কোনো সাহায্য-সহযোগিতা করত না। আবার স্ত্রীর কাছ থেকেও মাদক সেবনের জন্য টাকা নিত। কহিনূর অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের খরচ চালাতেন। গত ৯ সেপ্টেম্বর রাতে মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমজাদ স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। রোববার ভোরে রামেক হাসপাতালে কহিনূর মারা গেছেন।তিনি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবারকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
নিহতের প্রতিবেশী আবদুল মালেক জানান, প্রায় ২০ বছর আগে আমজাদ ও কহিনূরের বিয়ে হয়। তাদের দুটি ছেলেমেয়ে রয়েছে। আমজাদ কাঠমিস্ত্রির কাজ করত। গত কয়েক বছর ধরে সে মাদকাসক্ত।
কহিনূরের বড় ভাই সুলতান মণ্ডল জানান, আমজাদকে আসামি করে তারা মামলা করবেন।
পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, গৃহবধূর গায়ে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত আমজাদকে আটকের চেষ্টা চলছে।