ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রেললাইনে মাথা অজ্ঞাত ব্যক্তির, কাটল ট্রেনে

রেললাইনে মাথা অজ্ঞাত ব্যক্তির, কাটল ট্রেনে

মরদেহ দেখতে মানুষের ভিড়। ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৪৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৪৪

নাটোর রেলওয়ে স্টেশনে শত শত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ১ ও ২ নম্বর রেললাইনের মাঝে হাঁটাহাঁটি করছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ ব্যক্তিটি রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়েন তিনি। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ব্যক্তি বেশ কিছু সময় ধরে রেললাইনের মাঝে হাঁটাহাঁটি করছিলেন। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ১ নম্বর প্লাটফর্মের লাইনে প্রবেশ করার আগে লাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন। এতে তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্টেশন মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি লাইনের ওপর থেকে সরিয়ে রাখা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানিয়েছেন। ট্রেনে কাটা পড়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×