ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাবিতে হাতাহাতির ঘটনায় হল থেকে সাময়িক বহিষ্কার ১

শাবিতে হাতাহাতির ঘটনায় হল থেকে সাময়িক বহিষ্কার ১

ফাইল ছবি

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৪৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৪৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শাহপরাণ হলে হাতাহাতির ঘটনায় এক শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম নাজমুল হুদা শুভ। তিনি অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, সোমবার দুপুরে শাহপরাণ হলের ক্যান্টিনে শিপন মিয়ার সঙ্গে নাজমুল হুদার হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাজমুল হুদা দোষী হওয়ায় তাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ আদেশ বহাল থাকা অবস্থায় তিনি অন্য হলেও থাকতে পারবেন না।

জানা যায়, শাহপরাণ হলের ক্যান্টিনে দুজনের ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় শিপন মিয়া অন্যদের নিয়ে নাজমুল হুদার রুম ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন

×