ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘুষের হার নির্ধারণ করা সেই এসিল্যান্ড ওএসডি

ঘুষের হার নির্ধারণ করা সেই এসিল্যান্ড ওএসডি

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৬

দলিলের নামজারির (মিউটেশন) জন্য ঘুষের হার নির্ধারণ করে দেওয়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানকে ওএসডি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অডিও ভাইরালের ঘটনায় নাজিরপুরের সহকারী কমিশনার মো. মাসুদুর রহমানকে ওএসডি করা হয়েছে। ঘুষের বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করবে জেলা প্রশাসন।

উল্লেখ্য, নাজিরপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস থেকে দলিল নামজারি (মিউটেশন) করতে ‘ক’ তফসিলের দলিল প্রতি ৬ হাজার টাকা এবং ‘খ’ তফসিলের ক্ষেত্রে ১৫ হাজার টাকা নির্ধারণ করে ঘুষ নেওয়ার নির্দেশনা দেন এসিল্যান্ড মো. মাসুদুর রহমান। ‘ক’ তফসিলের জন্য ৪ হাজার টাকা এবং ‘খ’ তফসিলের জন্য ১০ হাজার টাকা তাকে দেওয়ার জন্য বলা হয়। বাকি টাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিতে বলা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে এক সভায় এ নির্দেশনা দেন এসিল্যান্ড মো. মাসুদুর রহমান। সম্প্রতি ওই সভায় এসিল্যান্ড ও তহসিলদারদের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়।

আরও পড়ুন

×