ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে দুর্গামন্দিরে ভাঙচুরের শিকার প্রতিমা পরিদর্শনে হা-মীম গ্রুপের চেয়ারম্যান

ফরিদপুরে দুর্গামন্দিরে ভাঙচুরের শিকার প্রতিমা পরিদর্শনে হা-মীম গ্রুপের চেয়ারম্যান

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:১০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:১০

ফরিদপুর সদরের তাম্বুলখানা বাজারের সার্বজনীন কালী ও দুর্গামন্দিরে ভাঙচুরের শিকার প্রতিমা পরিদর্শন করেছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন। বুধবার সন্ধ্যায় তিনি দুর্গামন্দিরের কমিটি ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, প্রতিমা নির্মাণের ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং প্রশাসনের কাছে অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় আসন্ন শারদীয় দুর্গা উৎসবের উপলক্ষে নির্মিত প্রতিমায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল কুমার সরকার জানিয়েছেন, মঙ্গলবার সকালে তারা মন্দিরে গিয়ে দেখেন, গণেশ মূর্তির মাথার অংশ, লক্ষ্মীর দুই হাত ও দেবী দুর্গার বাম হাত ভাঙা। এরপর বিষয়টি প্রশাসনকে জানান তারা।

মন্দির কমিটির কাছে ঘটনা শুনে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, ‘নতুন করে প্রতিমা নির্মাণে সার্বিক সহযোগিতা করা হবে।’

এসময় তাঁর সঙ্গে পরিদর্শনে যান ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাইনদ্দীন আহমেদ মোল্লা, জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. জাসদ মিয়া, সদস্য ফজলুর রহমান ফজল, সরদার আওয়াল হাসান, ওমর আলী মোল্লা, মো. সাদি, আব্দুল মজিদ ফকির, জয়নাল আবেদিন কাজলসহ অন্যান্য নেতারা। 

এর আগে মঙ্গলবার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার (ওসি) এম এ জলিল দুপুরে মন্দির পরিদর্শন করেন।

ফরিদপুর জেলায় এ বছর ৭৬০টি এবং সদর উপজেলায় ২০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

×