ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

ফরিদপুরে সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত সভা। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:০২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:২৬

আসন্ন দুর্গাপূজায় ফরিদপুরে সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া নিরাপত্তার জন্য সরকারি আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলায় এবার ৮৩৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারে সভাপতিত্বে প্রস্তুতিমূলক এই সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জেলা এনএসআই জয়েন্ট ডিরেক্টর মুজিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথসহ নয় উপজেলার ইউএনওএন এবং সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক বলেন, আমরা চাই দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। এর জন্য যা যা প্রয়োজন জেলা প্রশাসন ও আইশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে করা হবে।

তিনি বলেন, এবারের উৎসবে প্রত্যেক পূজামণ্ডপের কমিটিকে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া যাচ্ছে। প্রত্যেক মণ্ডপের জন্য নিরাপত্তাবাহিনী গঠন ও স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। আমাদের পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পুজায় যেকোনো বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করতে হবে।


আরও পড়ুন

×