শৈলকুপায় চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিকের ওপর হামলা

সাদ্দাম হোসেন
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
চ্যানেল টোয়েন্টিফোরের ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে তাঁর ওপর হামলা হয়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাদ্দামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সাদ্দাম জানান, প্রতিনিয়ত তাঁর ফেসবুক পোস্টে একটি আইডি থেকে বাজে কমেন্ট করা হচ্ছিল। এ ঘটনায় তিনি ২০২২ সালে ঝিনাইদহ থানায় জিডি করেন। এর পর জেলার সাইবার ক্রাইম ইউনিট আইডিটি শনাক্ত করে উপজেলার বারইপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে বিপ্লবকে আটক করে। আটকের পর উভয় পক্ষ বসে ভুল স্বীকার করলে বিপ্লবকে ক্ষমা করে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিপ্লবের দোকানের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় সাদ্দামকে দেখে কটূক্তি করা হয়। এতে দু’জন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিপ্লব ও তাঁর চাচা ফিরোজ মিলে তাঁর ওপর হামলা করেন। পরে তাঁর বাড়িতে ইট নিক্ষেপ করা হয়।
অভিযোগ অস্বীকার করে বিপ্লব বলেন, সাদ্দামই আমার চাচা ফিরোজের ওপর হামলা করেন।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় শুক্রবার দুপুরে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সাংবাদিকের ওপর হামলা