সন্তানকে বাঁচিয়ে ব্রহ্মপুত্রে ডুবে গেলেন মা

ফাইল ছবি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:২১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৩৯
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে পড়ে যায় সন্তান। তাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন রিমি আঞ্জুম (৩৫) নামে এক গৃহবধূ। তিনি পাশের উপজেলা শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের যুগিরসিট গ্রামের নাজমুল ইসলাম সবুজের স্ত্রী। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁও উপজেলার আলতাফ হোসেন গোলন্দাজ ব্রিজ এলাকায়।
নিখোঁজ গৃহবধূর ভাগনি তিথি (২০) জানান, তারা ছয়জন রাওনা ইউনিয়নের কৃষ্ণবাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। এরপর ব্রহ্মপুত্র নদের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে নৌকা নিয়ে কাশবন দেখতে যান। ফিরে আসার সময় তাঁর মামি রিমি আঞ্জুমের কোলে থাকা শিশু সাদকে (৩) নিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। তাঁর মামি শিশুসন্তানকে পানির ওপরে তুলে ধরেন। পরে সাদকে নৌকায় তোলেন তাদের সঙ্গে থাকা আত্মীয় আলামিন ও নৌকার মাঝি। তবে পানিতে ডুবে নিখোঁজ হন তাঁর মামি। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়েছে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। কিন্তু ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানে তাঁর হদিস পায়নি।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, শুক্রবার রাত ৮টায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।