ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিল উইমেন্স ফেডারেশনের ৩ নেত্রী অপহরণের অভিযোগ

হিল উইমেন্স ফেডারেশনের ৩ নেত্রী অপহরণের অভিযোগ

ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৪৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৪৯

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউপিডিএফ’ সমর্থিত নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’র কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমা, তাদের সদস্য কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

স্থানীয়ভাবে জানা গেছে, গতকাল শনিবার সাজেক থেকে ফেরার পথে জেলার দীঘিনালা থেকে তাদেরকে তুলে নিয়ে যায় কে বা কারা। দীঘিনালা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তি দাবি করেন।

বিজ্ঞপ্তিতে ঘটনায় অভিযুক্ত হিসেবে নব্য মুখোশবাহিনীকে দায়ী করা হলেও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

×