ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

দেবরের হাতে ভাবি খুন

দেবরের হাতে ভাবি খুন

নিহত জেসমিন বেগম। ছবি-সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:১৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:২৩

সিলেট নগরের ছড়ারপার এলাকার একটি কলোনিতে দেবরের ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাবি। ওই সময় আহত হয়েছেন তার স্বামী। ঘটনার পর হামলাকারী দেবর শাহারুখ আহমদ তারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দিবাগত রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। আরিফ পরিবার নিয়ে জাহাঙ্গীর মিয়ার কলোনিতে ভাড়া থাকেন। অপর দিকে অভিযুক্ত শাহারুখ আহম্মেদ তারুল সুনামগঞ্জের দিরাই উপজেলার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে ও নিহতের স্বামী আরিফের খালাতো ভাই।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ওসি আলী মোহাম্মদ মাহমুদ জানিয়েছেন ঘটনার পর রক্তমাখা ছুরিসহ তারুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায়ই জেসমিনকে সে উত্ত্যক্ত করত। রোববার রাতে তা নিয়ে কলহের জের ধরে ভাবি জেসমিনকে ছুরিকাঘাত করেন দেবর তারুল। ওই সময় তার স্বামীকেও ছুরিকাঘাত করা হয়। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×