আড়াইহাজারে শিশু ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাইমুর রহমান (৩৫) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মরদেহ গুমের দায়ে আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন বিচারক।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউসর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ সমকালকে জানান, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত নাইমুর রহমান ছয় বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেন। পরে তিনি ওই শিশুকে ধর্ষণ করেন। এরপর কাথা মুড়িয়ে মরদেহ গুম করেন। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
মামলায় গ্রেপ্তারের পর আসামি শিশুকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- শিশুকে ধর্ষণ
- হত্যার দায়ে
- মৃত্যুদণ্ড