বিষযুক্ত খাবার খাওয়ানো ষষ্ঠ বিড়ালটিও মারা গেল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৫
পাবনার ঈশ্বরদীতে বিষ মেশানো খাবার খেয়ে পাঁচটি বিড়ালের মৃত্যু হয়েছে আগেই। সোমবার ষষ্ঠ বিড়ালটিও মারা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনও মামলা হয়নি।
শহরের শেরশাহ রোডের স্কুল শিক্ষক সাইয়েদা খাইরুন্নাহার জানান, তাঁর বাসার পোষা বিড়ালগুলো পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর গত বুধবার রাতে এলাকার ঠিকাদার ওহিদুজ্জামান দুলালের বাড়ির উঠানে চারটি বিড়াল মৃত অবস্থায় পান। সে সময় একটি গুরুতর অসুস্থ ছিল। সে বিড়ালটিও বৃহস্পতিবার সকালে মারা যায়।
খাইরুন্নাহারের ভাষ্য, তাঁর পোষা ষষ্ঠ বিড়ালের মৃতদেহ ওহিদুজ্জামানের বাসার পাশের বাগান থেকে উদ্ধার করা হয়। তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানালে ঈশ্বরদী থানা ও আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃত বিড়ালগুলো উদ্ধার করেন। এ বিষয়ে তিনি ঈশ্বরদী থানায়ও লিখিত অভিযোগ দিয়েছেন।
খাইরুন্নাহারের স্বামী ওয়াহেদ আলী সিন্টু জানান, পুলিশ এসে ওহিদুজ্জামান দুলালকে প্রশ্ন করলে তিনি বলেছেন, মাংসের সঙ্গে বিষ মিশিয়ে বাড়ির আঙিনায় ছড়িয়ে দিয়েছিলেন। সে মাংস খেয়ে বিড়ালগুলো মারা গেছে।
এ বিষয়ে ঠিকাদার ওহিদুজ্জামান বলেন, ‘আমি বিষ মেশানো যে মাংস বাগানে ছড়িয়ে রেখেছিলাম, তা খেয়ে বিড়ালগুলো মারা যেতে পারে। তবে নির্দিষ্ট কোনো বিড়ালকে মারার উদ্দেশ্য ছিল না।’
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, মৃত বিড়ালগুলো উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এর প্রতিবেদন এবং অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।