গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল মাজেদের ছেলে। তিনি একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রাসেল ছোট সোহাগী এলাকার আলতাফ হোসেনের বাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের জন্য যান। লাইন মেরামতে তিনি খুঁটিতে উঠে কাজ করছিলেন। এসময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন রাসেল। উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথে রাসেলের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।
- বিষয় :
- গাইবান্ধা
- বিদ্যুৎস্পৃষ্ট
- যুবকের মৃত্যু