সড়ক নির্মাণে প্রকৌশলীদের সতর্ক করলেন চসিক মেয়র

নির্মাণাধীন সড়ক পরিদর্শনকালে চসিক মেয়র। ছবি-সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৩
সড়ক নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের সতর্ক থাকতে বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, এমনভাবে সড়ক নির্মাণ করতে হবে, যাতে সড়কে পানি না জমে।
সোমবার নগরের হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা পর্যন্ত নির্মাণাধীন সড়ক পরিদর্শনে গিয়ে প্রকৌশলীদের তিনি এ নির্দেশনা দেন। ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করছে সিটি করপোরেশন।
সিটি মেয়র বলেন, বিটুমিনের প্রধান শত্রু পানি। পানি জমে থাকলে বিটুমিন ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়। এজন্য সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি যাতে কোনভাবেই না জমে, পরিকল্পনা ও বাস্তবায়নে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
পরে মেয়র স্থানীয় কাউন্সিলর নুরুল আমিনকে সঙ্গে নিয়ে সরাইপাড়া এলাকায় চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর হুরে আরা বিউটি, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান, আশিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী কামরুল হাসান।
- বিষয় :
- সড়ক নির্মাণ
- চসিক মেয়র
- রেজাউল করিম চৌধুরী