জনগণ ঐক্যবদ্ধ হয়েছে: বুলু

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৮
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘এক দফার মাধ্যমে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরকার পতনের এক দফা দাবিতে খুলনা অভিমুখে রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা রোড মার্চের উদ্বোধন করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন। মিথ্যা মামলায় বন্দি করে রাখবেন না। মনে রাখবেন, খালেদা জিয়াকে যেখানে বন্দি করে রেখেছেন আগামীতে আপনার স্থান হবে সেখানে।’
সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভা শেষে দুপুর ১২টার দিকে রোড মার্চ মাগুরা জেলার উদ্দেশে রওনা হয়। এদিকে সকাল থেকেই ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠান স্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন বিএনপি নেতাকর্মীরা। পার্শ্ববর্তী কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা থেকেও নেতাকর্মীরা এসে হাজির হন।
- বিষয় :
- বিএনপি
- বরকত উল্লাহ বুলু