ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা অফিস

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৪

ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অনুমতি না দেওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ও ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। 

বিক্ষোভ শেষে সমাবেশে শিক্ষার্থীরা জানায়, পাঁচ বছর ধরে প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাগাজিন বের করার জন্য ফি নেওয়া হয়েছে। অথচ খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কোনো অনুষ্ঠান করা হয় না। বের করা হয় না কোনো ম্যাগাজিন। গত রোববার শিক্ষার্থীরা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অনুমতি নিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে গেলে তাদের অনুমিত দেওয়া হয়নি।

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতিকুর রহমান জানান, সম্প্রতি বড় পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এছাড়া সামনে নির্বাচনের কারণে দেড় মাস আগেই পরীক্ষা সম্পন্ন করতে হবে। গত ১৫ দিন আগে ক্লাস শুরু করা হয়েছে। আগামী ৯ অক্টোবর মিডটার্ম পরীক্ষা শুরু হবে।

তিনি আরও বলেন, গত রোববার শিক্ষার্থীদের একটি দল তাঁর কাছে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অনুমতি চেয়েছিল। এই সময়ে ফুটবল টুর্নামেন্টের অনুমতি দিলে শিক্ষার্থীরা ক্লাস বাদ রেখে মাঠে চলে যাবে, যা পরীক্ষার জন্য খারাপ হবে।

সার্বিক বিষয়গুলো মাথায় নিয়েই তাদের এই আবেদনের অনুমতি দেওয়া হয়নি বলে জানান অধ্যক্ষ।

এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান বলেন, ২০০৪ সালের পর থেকে এই প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ রয়েছে। ম্যাগাজিন বের করতে গেলে ছাত্র সংসদের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এ কারণে ম্যাগাজিন বের করতে কিছুটা সমস্যা আছে। ছাত্র সংসদ কার্যক্রম স্বাভাবিক হলেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাগাজিন বের করায় কোনো বাধা থাকবে না।

এই মুহূর্তে ছাত্র সংসদের অনুমোদন ছাড়া কোনো কিছু করতে গেলে অডিটে প্রশ্নের মুখে পড়তে হবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×