ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের মামলা, পাল্টাপাল্টি অভিযোগ

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের মামলা, পাল্টাপাল্টি অভিযোগ

দুমকী প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য নাসির হাওলাদার। ছবি: সমকাল

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫৩

পটুয়াখালীর দুমকীর মুরাদিয়া ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করেন।

এই মামলায় রাসেল নামে এক ব্যক্তিকে ইউপি সদস্য জড়িয়েছেন বলে অভিযোগ এনে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী নাজিয়া আক্তার।

প্রতিবাদে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির হাওলাদার দুমকী প্রেসক্লাবে বুধবার দুপুরে পাল্টা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ওই মামলার সাক্ষী থাকায় সংবাদ সম্মেলনে তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি এর প্রতিবাদ জানান। তিনি বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় কুচক্রীমহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ইউপি সদস্য নাসির হাওলাদার

এ বিষয়ে মামলায় অভিযুক্ত রাসেলের স্ত্রী নাজিয়া আক্তার জানান, নির্বাচনে তার স্বামী ওই মেম্বারের সমর্থন না করায় অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

গত ২২ সেপ্টেম্বর উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনার পরদিন দুমকী থানায় মো. মোক্তার মৃধাকে ধর্ষণ এবং মো. রাসেল হাওলাদারকে ধর্ষণে সহযোগিতা করায় ভুক্তভোগীর মা কহিনুর বেগম বাদী হয়ে মামলা করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন

×