পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি: র্যাবের অভিযানে আটক ৪

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫৮
নাটোরের নলডাঙ্গা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা ও শরকুতিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাচ্চু সরকার (৪৫), রাসেল সরদার (২২), নুরশাদ সরদার (৩৫) ও মিঠু সরদার (২৫)।
এর মধ্যে বাচ্চু উপজেলার ব্রক্ষ্মপুর হিন্দুপাড়া এলাকার মৃত মৃন্ময় গোবিন্দ সরকারের ছেলে, রাসেল শরকুতিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে, নুরশাদ শরকুতিয়া মসজিদপাড়া এলাকার শফিউদ্দিন সরদারের ছেলে ও মিঠু সরদার শরকুতিয়া পূর্বপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা ও শরকুতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করায় ৪ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪টি সিপিইউ, ৬টি হার্ডডিক্স এবং একটি এসএসডি কার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, আটককৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল।