পাচারকালে উদ্ধার ৬২ কচ্ছপ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:৩৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:৫৮
পটুয়াখালীর কুয়াকাটায় ৬২টি কচ্ছপ উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে কুয়াকাটা থেকে ছেড়ে যাওয়া ডলফিন নামের একটি পরিবহনে অভিযান চালিয়ে ওই কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে খবর আসে- উপজেলার পাখিমারা বাজার থেকে যাত্রীবাহী ডলফিন নামের একটি বাসে অবৈধভাবে অনেক কচ্ছপ ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন নিজামপুর অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সহযোগিতায় অভিযান চালানো হয়। পরে ওই বাসটি থেকে দুটি বস্তায় ৬২টি কচ্ছপ পাওয়া যায়। তবে পাচারকারী কাউকে পাওয়া যায়নি।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার মো. রাকায়েত আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড, মহিপুর বন বিভাগের সহযোগিতায় রাতে একটি পরিবহন থেকে ৬২টি কচ্ছপ জব্দ করা হয়। পাচারকারীরা একটি সংঘবদ্ধ চক্র। বিভিন্ন সময় তারা বন্যপ্রাণী পাচার করে থাকে।
নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম বলেন, জব্দ করার পর কচ্ছপগুলোকে আমাদের স্টেশনে নিয়ে আসা হয়। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। এটিকে আমরা উপজেলা প্রশাসনের পরামর্শ নিয়ে নিরাপদ স্থানে অবমুক্ত করব।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি একটি ভালো উদ্যোগ। যেসকল সামুদ্রিক প্রাণী বিলুপ্তির পথে রয়েছে তা রক্ষায় মাইলফলক হয়ে থাকবে।
- বিষয় :
- পটুয়াখালী
- কচ্ছপ
- কোস্টগার্ড