সালিশের কথা বলে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নিহত ইসমাইলের স্বজনদের আহাজারি। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৩
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইসমাইল হাওলাদার (২৩) নামে এক যুবককে সালিশের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার উপজেলার গোহালা ইউনিয়নের চকামবাড়ি নয়াকান্দি ১২ নম্বর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে পুলিশ ইসমাইলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ফিরোজা বেগম ও তার লোকজন এই খুন করেছে।
স্থানীয়রা জানান, ইসমাইল চকামবাড়ি নয়াকান্দি গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে। গ্রামের পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পের ১২ নম্বর ঘরে বাস করা ফিরোজা বেগমকে খালা বলে ডাকতেন ইসমাইল। সে সুবাদে ইসমাইল প্রায়ই ফিরোজা বেগমের কাছে যেতেন। ফিরোজা বেগম এক পর্যায়ে ইসমাইলকে বিয়েও করান। কিন্তু বিয়ের কয়েক মাস না যেতেই স্ত্রীর সঙ্গে ইসমাইলের দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় ফিরোজা বেগম লোক দিয়ে ইসমাইলকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যান।
নিহতের মা চায়না বেগম বলেন, শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে বের হওয়ার পর আমার ছেলে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে আশ্রয়ণ প্রকল্পে ওর পাতানো খালা ফিরোজা বেগমের ঘর থেকে ইসমাইলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওরা আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে। আমি এর ন্যায়বিচার চাই।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করা যায়নি। যাদের ঘরে লাশ পাওয়া গেছে, তারা পলাতক।