ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তিন দিন বন্ধ বাস চলাচল, বেকার ৩০০ শ্রমিক

তিন দিন বন্ধ বাস চলাচল, বেকার ৩০০ শ্রমিক

ছবি: ফাইল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ২৩:২০ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ২৩:২০

টানা তিন দিন বন্ধ রয়েছে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

এদিকে আয় না থাকায় সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকরা বেকার বসে আছেন। পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। 

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের ভাষ্য, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গত সোমবার সকাল থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রাজবাড়ীর ছয়টি পরিবহনের বাস এ রুটে চলাচল করে। এগুলো হলো রাজবাড়ী, সৌহার্দ্য, রাবেয়া, জামান, এমএম এবং সুবর্ণ পরিবহন। এর সঙ্গে যুক্ত প্রায় ৩০০ শ্রমিক। 

যাত্রীরা জানান, সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন। রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাটে লোকাল বাসে যেতে হয়। লঞ্চ বা ফেরিতে নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে অন্য বাসে করে ঢাকা যেতে হচ্ছে। এতে তাদের সময় লাগছে বেশি। 

রাজবাড়ীর পরিবহন শ্রমিক আবুল কালাম আজাদ জানান, এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। রাজবাড়ী মালিক সমিতি ফরিদপুর দিয়ে দুটি বাস চালাতে চেয়েছিল। তাদের চালাতে দেওয়া হয়নি। গোল্ডেন লাইন, শ্যামলী পরিবহন ৮/১০টি ট্রিপ চালাতে চায়। রাজবাড়ীর গাড়ি ফরিদপুর দিয়ে চালানোর অনুমতি দিলে রাজবাড়ীও দেবে। তারা গাবতলী টার্মিনালের কাউন্টার বন্ধ করে দিচ্ছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। শ্রমিকরা বেকার হয়ে বসে আছেন। 

রাবেয়া পরিবহনের সুপারভাইজার মো. মোস্তফা বলেন, গাড়ির চাকা ঘুরলে বেতন আছে, না হলে নেই। যতদিন বন্ধ থাকবে ততদিন এভাবেই চলতে হবে। মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন তাদের কোনো সাহায্য করে না। 

রাবেয়া পরিবহনের চালক রানা মোল্লা বলেন, গাড়ি চললে তাদের সংসার চলে। দিনে সাড়ে আটশ টাকা পেতেন। তিন দিন হলো গাড়ি বন্ধ। আয়ও বন্ধ। বাড়িতে তিন মেয়ে, স্ত্রী, বাবা-মা আছেন। গাড়ি চালানোর টাকায় তাঁকে সংসার চালাতে হয়। আরও কয়েকদিন বাস বন্ধ থাকলে না খেয়ে থাকতে হবে।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা জানান, রাজবাড়ীর মোট ছয়টি পরিবহনের ৫৩টি ট্রিপ রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করে। এসব পরিবহনের সঙ্গে যুক্ত আড়াইশ থেকে তিনশ শ্রমিক। বাস চলাচল বন্ধ থাকায় তারা এখন বেকার। বিষয়টি সমাধানের লক্ষ্যে ৮ অক্টোবর ঢাকায় মিটিং হওয়ার কথা আছে। তারা বাস চলাচলের চেষ্টা করছেন। 

প্রসঙ্গত, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়ার জেরে গত রোববার রাতে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর সব কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে রাজবাড়ী-ঢাকা সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। গোল্ডেন লাইন কর্তৃপক্ষের দাবি, বাস-ট্রাক মালিক কর্তৃপক্ষ রাজবাড়ীর কাউন্টার বন্ধ করেছে।

আরও পড়ুন

×