চাকরিতে ফিরলেন ববি রেজিস্ট্রার

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০০:০২ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ০০:০২
আদালতের আদেশে সাড়ে ৪ বছর পর চাকরি ফিরে পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলাম। বুধবার তিনি এ পদে যোগদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি।
মনিরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার। নৈতিক স্মলনের অভিযোগে ২০১৯ সালের ১০ এপ্রিল তাকে চাকরিচ্যুত করেছিলেন তৎকালীন উপাচার্য ড. ইমামুল হক।
রেজিস্ট্রার মনিরুল ইসলাম তার যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, মিথ্যা অভিযোগে তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল।
জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে তাকে স্বপদে বহাল করতে নির্দেশ দেন। কিন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার যোগদানপত্র গ্রহণ না ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আদালত সম্প্রতি ওই আপিল বাতিল করা হয়।
- বিষয় :
- আদালত
- ববি
- রেজিস্ট্রার মনিরুল ইসলাম