ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজশাহীতে ফাঁকা গুলি করে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

রাজশাহীতে ফাঁকা গুলি করে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

আহত ব্যবসায়ীকে নেওয়া হয় হাসপাতালে। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০৪:২০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ০৪:৪২

রাজশাহীতে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। বুধবার রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ হরিয়ান বাজারে এ ঘটনা ঘটে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা আহত ব্যবসায়ী শাহিন আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি কাটাখালী থানার সুচারণ গ্রামের সুবহান মণ্ডলের ছেলে।

আহত শাহিনের আত্মীয়রা জানান, হরিয়ান বাজারে শাহিনের একটি ওয়ালটনের শোরুম রয়েছে। তিনি শোরুমে ছিলেন। রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। তিনি সুস্থ হলে এ ঘটনায় মামলা করা হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ লোকজনের সঙ্গে কথা বলছে। হামলার শিকার ব্যক্তিকে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।’

আরও পড়ুন

×