ছেলে বিছানায় প্রস্রাব করায় স্ত্রীকে হত্যা

ঘাতক স্বামী সাইফুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১১:৩৭
কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জেরে আঁখি আক্তার (২১) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক স্বামী সাইফুল ইসলাম মিন্টুকে (৪০) আটক করেছে পুলিশ। নিহত আঁখি তিতাসের বন্দরামপুর গ্রামের প্রয়াত আব্দুল হালিম মোল্লার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে উপজেলার লালপুর গ্রামের প্রয়াত আব্দুল হাকিমের ছেলে সাইফুল ইসলাম মিন্টুর সঙ্গে আঁখির বিয়ে হয়। তাদের সংসারে আবরাহাম নামে দুই বছরের শিশুপুত্র রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই শিশু বিছানায় প্রস্রাব করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মা তার ছেলেকে আছার দিলে শিশুটি অজ্ঞান হয়। এতে স্বামী উত্তেজিত হয়ে লোহার পাইপ দিয়ে স্ত্রীকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিন্টুকে আটক করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাশ বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- কুমিল্লা
- পিটিয়ে হত্যা
- হত্যার অভিযোগ