ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতি হত্যা

বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতি হত্যা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৩:০৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৩:০৯

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বৈদ্যুতিক শক দিয়ে একটি হাতিকে হত্যাি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে বন বিভাগের কর্মীরা একটি ধানক্ষেতের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার করেন। বিকেলে ময়নাতদন্ত শেষে মৃত হাতিটি মাটিচাপা দেওয়া হয়।

বন বিভায় জানায়, মৃত হাতিটি পুরুষ। এর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ২০-২৫টি বন্যহাতি গত তিন দিন ধরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনি এলাকায় অবস্থান নেয়। বুধবার রাতে খাবারের সন্ধানে তারা স্থানীয় একটি ধানক্ষেতে হানা দেয়। হাতির পালকে আটকাতে আগেই স্থানীয় কিছু মানুষ বিদ্যুতের তারের ফাঁদ পেতে রেখেছিল। সেই ফাঁদে আটকা পড়েই বিদ্যুতের শকে একটি হাতি মারা যায়।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, ঘটনার তদন্তে নেমেছে বন বিভাগ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×