ময়মনসিংহে আ’লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৪:০৬
ময়মনসিংহে বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রায় বাঁধার অভিযোগ উঠেছে সরকার সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে। এ সময় উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে আইনজীবী সমিতি ভবনের পেছনের দরজা দিয়ে বের হয়ে বিএনপিপন্থি আইনজীবীরা শহরে মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় পদযাত্রা আয়োজন করে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। বৃষ্টির কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের আইনজীবীরা ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে সমাবেশ শুরু করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ বিভাগীয় সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নূরুল হকের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল আবেদীন, প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, সদস্য সচিব সুব্রত চৌধুরী বক্তব্য দেন। তাদের বক্তব্য শেষ হতেই সরকার সমর্থক আইনজীবীরা ভেতরে ঢুকে স্লোগান ও হট্টগোল শুরু করেন।
এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হয়ে বিএনপিপন্থিদের ওপর চড়াও হন।
এক পর্যায়ে আইনজীবী সমিতি ভবনের সামনের গেটে আওয়ামীপন্থি আইনজীবী ও পুলিশ সদস্যরা অবস্থান নেন। পরে ভবনের পেছনের দরজা দিয়ে বের হয়ে বিএনপিপন্থি আইনজীবীরা বৃষ্টিতে ভিজে নগরীর টাউনহল এলাকা দিয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
সমাবেশে জয়নাল আবেদীন বলেন, ‘হামলা করে আন্দোলন ঠেকানো যাবে না। এ সরকারের পতন হবেই।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশে বন্দি রাখা হয়েছে। তার মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। এবারের আন্দোলন বৃথা যাবে না।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ বিভাগীয় সহসভাপতি নূরুল হক বলেন, ‘বহিরাগত এনে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের সমাবেশে হামলা করে। তবে সেটি প্রতিহত করে আমরা সমাবেশ ও পদযাত্রা সফল করেছি।’
ময়মনসিংহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা মাইক বাজিয়ে কর্মসূচি করতে চাইলে সাধারণ আইনজীবীরা ফুঁসে উঠে সেটি পণ্ড করে দেন।’
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, আইনজীবী সমিতিতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হাতাহাতি হলেও কেউ আহত হননি।