বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল

সৈয়দপুর বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৪:০৮
সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তব্য দেন- বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া প্রমুখ।
বক্তারা আসাদুল হাবিব দুলুসহ বিএনপির সব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।