ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছাত্রলীগ-ছাত্রদলের উদ্যোগে সুপেয় পানির সংকট নিরসন

ছাত্রলীগ-ছাত্রদলের উদ্যোগে সুপেয় পানির সংকট নিরসন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৬:৪৯

‘সমাজে সুন্দর ছড়িয়ে দিতে ঐক্যের বিকল্প নেই তা বুঝতে পেরেছি। রাজনৈতিক ঐক্য সব বাধা অতিক্রম করে একটি সুন্দরের সৃষ্টি করতে পারে।’ ছাত্রলীগ-ছাত্রদলের একটি টিম ময়মনসিংহ নগরীর সুপেয় পানির সংকট দূর করে সংবাদ সম্মেলনে এমন উপলব্ধির কথা তুলে ধরে।

ছাত্রলীগ-ছাত্রদলের উদ্যোগে ময়মনসিংহ নগরীর ১১ নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট নিরসন করে বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁর সভাকক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফেরদৌস ও মহানগর দক্ষিণ থানা ছাত্রদলের সদস্য সচিব গোবিন্দ রায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর ঘনবসতিপূর্ণ নিম্নআয়ের আবাসস্থল ১১ নম্বর ওয়ার্ডের নওমহল এলাকা। এ ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট ছিল। ছাত্রলীগ-ছাত্রদলের নেতারা সমস্যা সমাধানে উদ্যোগ নিয়ে এলাকাবাসীর কাছ থেকে এক হাজার লোকের স্বাক্ষর সংগ্রহ করেন। সিটি মেয়র ইকরামুল হক টিটুর কাছে এলাকার বিশুদ্ধ পানির দাবি জানান তারা। মেয়র দাবিনামা হাতে পাওয়ার তিন দিনের মধ্যে পানির ট্যাংক এবং একটি সাবমার্সেবল পাম্প স্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, তারা পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানির সমস্যা ছাড়াও এলাকার পরিচ্ছন্ন পরিবেশ, মাদক নিয়ে সচেতনতামূলক কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক নার্গিস আক্তার প্রমুখ।

ফাহিম ফেরদৌস ও গোবিন্দ রায় বলেন, রাজনীতিতে অনেক কিছু শিখলেও ঐক্যের মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর কিছু করা যায় তা এই কাজের মাধ্যমে উপলব্ধি হয়েছে।

আরও পড়ুন

×