ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডুমুরিয়ায় আশ্রয়ণের শতাধিক ঘর ও দলিল হস্তান্তরে জটিলতা

ডুমুরিয়ায় আশ্রয়ণের শতাধিক ঘর ও দলিল হস্তান্তরে জটিলতা

ছবি: সমকাল

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ২২:২২ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ১৫:৩৪

গৃহহীনদের জন্য নির্মিত খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের ঘর স্থানীয় প্রভাবশালীরা দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। গৃহহীনরা বলছেন, তারা ঘরের দখল ও দলিল বুঝে পাচ্ছেন না। 

অন্যদিকে ঘরের দখলে নেওয়া ব্যক্তিরা বলছেন, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়েই ঘরে উঠেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও। 

ইউএনও দপ্তরের তথ্য মতে, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২-এর প্রথম ধাপে ৬৬টি, দ্বিতীয় ধাপে ৬০টি এবং তৃতীয় ধাপে ৯০টি ঘর নির্মাণ সম্পন্ন হয়।

ইউএনও দপ্তর সূত্র জানায়, ২০২১ সালের জানুয়ারিতে কুলবাড়ি-বরাতিয়া গ্রাম এলাকায় মৌজায় ২ শতাংশ জমির ওপর আধাকাঁচা-পাকা একটি ঘরের দলিল জোহরা বেগমকে (৬০) হস্তান্তর করে উপজেলা প্রশাসন। কিন্তু তা এখনও বুঝে পাননি জোহরা বেগম।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দরিদ্র-গৃহহীন পরিবারের সদস্যরা জানান, ২০২২ সালে দ্বিতীয় ধাপে একই এলাকায় আরও ৬০টি ঘরের মধ্যে ২০টি ঘর বুঝে পাননি তারা। অন্যদিকে তৃতীয় ধাপে গত নয় মাস আগে ৯০টি ঘর নির্মাণ কাজ শেষ হয়। এর মধ্যে মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে মাত্র ৮টি। আর বাকি ৮২টি ঘর দলিল হস্তান্তর হয়নি।

গৃহহীনদের ঘর দখলে নেওয়া শহিদা বেগম বলেন, ‘এ ঘরে থাকার জন্য ইউএনও আমাকে মৌখিক অনুমতি দিয়েছেন বলেই আমি ঘরে থাকছি।’

ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ও ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, শতাধিক ঘরের দলিল হস্তান্তর ও নানা জটিলতা রয়েছে। তাছাড়া পাইকগাছা, কয়রাসহ বিভিন্ন উপজেলার বহু লোক আমাদের এখানে এসে আশ্রয়ণে বসবাস করছেন, তা আমরা জানি না। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। তিনি (ইউএনও) বলেছেন, দ্রুতই সমস্যার সমাধান করা হবে।’

ইউএনও শরীফ হাসিব রহমান বলেন, ‘গৃহহীনদের মধ্যে ৩০-৩৫টি ঘরের দলিল হস্তান্তর নিয়ে একটু সমস্য হয়েছে। অল্প দিনের মধ্যেই সৃষ্ট সমস্যর সমাধান হয়ে যাবে।’

আরও পড়ুন

×