আলটিমেটাম দেয়ার আগে মির্জা ফখরুলের লজ্জা হওয়া উচিত: হানিফ

ছবি: সমকাল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩ | ২২:২৭ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ২২:২৭
আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়া ২০১৩ সালে সরকার পতনের একদফা আলটিমেটাম দিয়েছিলেন। তারা নাকি সরকারের পতন ঘটিয়ে তারপর ঘরে উঠবে। ২০১৩ সাল থেকে আজকে ২০২৩ সাল শেখ হাসিনা এখনও রাষ্ট্রিয় ক্ষমতায়। বেগম খালেদা জিয়া এখন কোথায়? আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় তিনি এখন বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। আর সেই বেগম জিয়ার দল নতুন করে গত এক বছর ধরে প্রতিদিন সরকার পতনের আল্টিমেটাম দিচ্ছেন। আল্টিমেটাম দেয়ার আগে মির্জা ফখরুল ইসলামের একটু লজ্জা হওয়া উচিত।’
শুক্রবার বিকেলে বারইয়ারহাট মোশাররফ চত্বরে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
সমাবেশে হানিফ আরো বলেন, ‘মির্জা ফখরুল ইসলামেরা বলেন- এ সরকারকে না কি জনগন চায় না। তাহলে কাকে চায়, আপনাদের চায়? আপনারা কারা? আপনাদের নেত্রী এতিমের টাকার লোভ সামলাতে না পেরে আজকে আদলত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছে। আরেক নেতা তারেক রহমান নাকি তাদের মহান নেতা। চুরি, অর্থপাচার, খুন, সন্ত্রাসের অপরাধে এ দেশের যাবরজীবন দণ্ডপ্রাপ্ত শুধু নয়, সিঙ্গাপুর আদালত কর্তৃক সাত বছর দণ্ডপ্রাপ্ত হয়ে এখন পালাতক। তিনি নাকি তাদের নেতা।’
তিনি বলেন, ‘বিএনপি স্যাংশন, স্যাংশন করছে। স্যাংশন কাদের জন্য, যারা অবাধ সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করবে, নির্বাচনে কারচুপি করবে এবং যারা নির্বাচনে অনিয়ম করবে তাদের জন্য স্যাংশন। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা করতে চাই। ভিসানীতি আমাদের জন্য কার্যকর হওয়ার সুযোগ নেই। সাবধান হয়ে যান, আপনা যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চান, ভিসানীতিতে তাদেরই ভয়। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে আপনারাই বিপদে পড়বেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঞার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ইজ্ঞিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ফটিকছড়ির সংরক্ষিত মহিলা এমপি খতিজাতুল কোবরা সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল প্রমুখ বক্তব্য রাখেন।