মহেশখালীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার গফুর। ছবি: সমকাল
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ০৯:২১ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ০৯:২১
কক্সবাজারের মহেশখালী উপজেলায় একনলা বন্দুক (আগ্নেয়াস্ত্র) ও চার রাউন্ড গুলিসহ আব্দুল গফুর (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোরে কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।
বিষয়টি জানিয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী সমকালকে বলেন, আবদুল গফুর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তিনি কালারমারছাড়া ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ করে আসছেন।
ওসি আরও বলেন, গফুরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ১০টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।