ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

একসঙ্গে জন্ম নেওয়া চার সন্তান। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:০৪ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:০৪

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন মুক্তা আক্তার পুতুল (২৪) নামের এক গৃহবধূ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। 

পুতুল ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। চার নবজাতকের নাম রাখা হয়েছে- সায়েম, সালিম, আলিম ও আয়েশা। 

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. এম আর তালুকদার মুজিব সমকালকে বলেন, চারটি নবজাতক সুস্থ থাকলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মা সুস্থ আছেন। তিনি হাসপাতালের পঞ্চম তলায় কেবিনে রয়েছেন।

হাসপাতালের পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন জানান, প্রত্যেক নবজাতকের ওজন স্বাভাবিকের চেয়ে একটু কম। তাই তাদের নিউনেটাল ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

চার সন্তান জন্ম দেওয়া গৃহবধূ পুতুলের মা মায়া বেগম সমকালকে বলেন, ১০ বছর আগে সিদ্দিকুর ও মুক্তার বিয়ে হয়। এর আগে তাদের একটি পুত্র সন্তান ছিল। একসঙ্গে চার সন্তান হওয়ায় আমরা সবাই খুশি।

আরও পড়ুন

×