আমেরিকা অসাংবিধানিক সরকার কায়েম করতে চায়: মেনন

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি: সমকাল
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৫:৫৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৫:৫৯
নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, আমেরিকাকে এ দেশের মানুষ আগেও ভয় পায়নি, এখনও পায় না। তারা ভিসা নীতি ও স্যাংশনের মাধ্যমে নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার কায়েম করতে চায়। তাদের এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।
শনিবার বিকেলে বরিশালের উজিরপুর মহিলা কলেজ মাঠে উপজেলা ওয়ার্কার্স পার্টির সমাবেশে এসব কথা বলেন তিনি।
মেনন আরও বলেন, ‘এখন একটি দফা, তা হলো বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনা। এটি করতে পারলে নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা যাবে।’
উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান, সদস্য জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।