ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন

আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৬ জন

আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৬ জন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৮:১০ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৮:১১

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১৬ জন। শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানী ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ তথ্য জানিয়েছেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। 

মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য মো. শাহজাহান আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য আবু শামীম মোহাম্মদ পিয়ার, সাবেক অর্থবিষয়ক সম্পাদক শাহ মফিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, সাবেক সদস্য মো. কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন কাউসার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মাইনুল হাসান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মাসুদুর রহমান ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জালাল মিয়া। 

এ দিকে রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে গত মঙ্গলবার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৫ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, মনোনয়ন বাছাই ১২ অক্টোবর, প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

আরও পড়ুন

×