ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সালথায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু

সালথায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:৩০ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:৪৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের সালথার মো. ইমরান মোল্যা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

রোববার সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ইমরান উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মো. সালাম মোল্যার ছেলে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার মো. ইমরান মোল্যা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহ আলম ও মো. শামসুল নামে সালথার দুই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন

×